বুধবার, ৪ জুলাই, ২০১২

চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব নিষিদ্ধ!!




বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার খবরে প্রকাশ চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব নিষিদ্ধ হয়েছে এবং হিজাব পরিহিতা ছাত্রীদের কলেজ থেকে বের করে দেবার হুমকি দেয়া হয়েছে। এমনকি তারা যেখানে নামাজ পড়তো সে জায়গাও কেড়ে নেবার কথা বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ বলে নয়, বর্তমান সরকারের ঘোষিত একটি সেকুলার দেশ হিসেবে কলেজের মেয়েরা অবশ্যই হিজাব পরিধান করার অধিকার রাখে। কারন স্বয়ং প্রধানমন্ত্রীই বিভিন্ন সময়ে বলেছেন, ধর্ম যার যার দেশ সবার।
সুতারাং কাউকে হিজাব পড়ানোর ক্ষেত্রে যদি প্রেশার ক্রিয়েট করার রাইট কারো না থাকে তবে হিজাব খোলানোর ক্ষেত্রেও কারো কোন ধরণের রাইট থাকার অবকাশ নেই বলে আমরা মনে করি। ঠুনকো ড্রেসকোর্ডের অজুহাতে কলেজ প্রশাসন এই হটকারী সিন্ধান্ত থেকে সরে আসবে বলে আমরা বিশ্বাস করি।

কলেজের ছাত্রীরা তাদের হিজাব পড়ার অধিকারের জন্য আজ মানব বন্ধন করে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন